বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান

আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান এর ৫ টি উত্তর নিচে দেয়া হলঃ-

উত্তর(১):- ১) বাংলাদেশে জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কৃষি থেকে।
২) জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
৩) দেশের চাহিদা পূরণ করে ও বিদেশে রপ্তানি করা হয়।

উত্তর(২):- বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৮০% মানুষ প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশে উত্‍পাদিত পন্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করা হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই কৃষি পণ্য দিয়ে।

উত্তর(৩):- বাংলাদেশ একটি কৃষি প্রধানদেশ , বাংলাদশের আর্থনীতিতে কৃষি এক বিরাট ভুমিকা রাখতে পারে , কৃষকেরা ভালো উত্‍পাদনশীল ফলল আবাদ করলে আমরা তা দিয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে কার্যকারি ভুমিকা পালন করতে পারি এবং সাফল্যের সাথে করছি

উত্তর(৪):- ১ বাংলাদেশে ২ ধরনের কৃষিজ দ্রব্য যথা - খাদ্য জাতীয় ও অথকরী কৃষিজ দ্রব্য রয়েছে। ২ ধান, গম, ভুট্টা, আলু,মসলা বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় কৃষি দ্রব্য। ৩ বাংলাদেশের অথকরী কৃষিদ্রব্য গুলো হল : পাট, চা, তামাক ইত্যাদি। ৪ এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অজন করা হতে। ৫ মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ৪৪%।

উত্তর(৫):- যে সমস্ত দেশ (পশ্চিমা দেশ) অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে সব অর্থনীতির একই ধরনের কাঠামো ছিল। প্রথম দিকে অর্থনীতি ছিল কৃষিনির্ভর, তারপর শিল্পের দিকে যাত্রা করেছে। বিশেষ করে শিল্পের অগ্রগতির শুরুটা আবার বস্ত্র খাতের উন্নতি দিয়ে হয়। যেমন ইংল্যান্ডে হয়েছিল। বাংলাদেশও সেই পথেই যাচ্ছে।

সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন: বাংলাদেশের সরকারী ব্যংকের সংখ্যা ও নাম

প্রশ্ন: বাংলাদেশের দশটি জনপ্রিয় বেসরকারী ব্যংকের নাম

প্রশ্ন: বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সচেতন মানুষের দৃষ্টিভঙ্গি কেমন

প্রশ্ন: বাংলাদেশের দশজন জনপ্রিয় ইসলামিক ব্যাক্তিত্ব

প্রশ্ন: বাংলাদেশের সেরা দশটি এসি ব্র্যান্ড

প্রশ্ন: বাংলাদেশের দশজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব

প্রশ্ন: বাংলাদেশের জনপ্রিয় দশটি হসপিটালের নাম

প্রশ্ন: বাংলাদেশের জনপ্রিয় দশটি উপন্যাস ও উপন্যাসিক এর নাম

প্রশ্ন: বাংলাদেশের দশটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র

প্রশ্ন: বাংলাদেশের দশটি বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম এবং অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত দশটি সেতুর নাম

প্রশ্ন: বাংলাদেশের দশটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের দশটি প্রধান স্থল বন্দর

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত পাঁচটি চা বাগান এবং অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের জনপ্রিয় দশজন ক্রিকেটারের নাম

প্রশ্ন: বাংলাদেশের মানুষের সচরাচর হয় এমন দশটি রোগ

প্রশ্ন: বাংলাদেশের মানুষের শীতকালীন জীবন যাত্রার দশটি উল্লেখযোগ্য দিক

প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী দশটি জেলার নাম

প্রশ্ন: বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে গাওয়া দশটি জনপ্রিয় গান

প্রশ্ন: বাংলাদেশের দশটি বিখ্যাত দর্শনীয় স্থান

প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি চিনি কলের নাম ও অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের দশটি জনপ্রিয় পানীয়

প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি সার কারখানার নাম ও অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের পাঁচটি প্রধান অর্থকড়ি কৃষি ফসল

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি